অপেক্ষারা দীর্ঘ হয়

অপেক্ষারা দীর্ঘ হয়

"দিলশাদ জায়দী"

ভেবেছিলাম শব্দে গেঁথে পাঠাবো না হৃদয় 

আর দেখাতে চাইনি আমার বিষাদভার,

অলিখিত চুক্তি ছিল আমাদের,ভাল না বাসার

অদৃশ্য এক তাড়না ছিল,একে অপরকে ভাঙার।

ভাঙন শেষে পাঁড় যেমন শেষ নিঃশ্বাস ত্যাগ করে নদী গর্ভে

তেমনি করেই তো ভেঙেছি আমরা একে অপরকে।

হাসতে হাসতে বলতে--

দশ-বিশ বছর এমন কি আর

কেটে যাবে দেখতে দেখতে,তুবড়ে যাওয়া চামড়া আর কালোতে রূপলী ঝিলিক,ও কিছু নয়।

তোমার স্পর্শে আমাদের সময় হবে শান্ত এক নদীর মোহনায়।

বিশ বৎসর দীর্ঘ এক সময় প্রিয়

অপেক্ষারাও ক্লান্ত হয়।

বিষাদের চাদরে নিজেকে আমুল মুড়িয়ে জীবন সহজ নয়।

সহজ নয় শূন্য বারান্দা,জল জমা কফির পরিত্যক্ত কাপ,এ ঘর থেকে ও ঘর একলা অপেক্ষা।

সহজ নয়, অন্ধকারে বসে শূন্য দৃষ্টিতে আকাশের তারা দেখা।

বাঁচা সহজ মরা সহজ,সহজ নয় যাপনের জীবন।

ভোরের মিষ্টি হাওয়া আর বিকেলের শেষ আলোটুকুতে যেমন প্রিয় হাত খোঁজে হাত,

তেমনি করেই মধ্যাহ্নের কঠিন সময়টা পার করতে ও বিশ্বাসী হাত খোঁজে জীবন।

জীবন সহজ নয় প্রিয়,জীবন সরল নয়।

সময়ই সব চেয়ে বড় রহস্যময়।

নিঃসঙ্গ ক্ষন শিখিয়ে দেয়

 কি করে ভাল থাকতে হয়।

নিজের সাথে নিজেকে নিয়ে থাকতে থাকতে মানুষ বুঝে যায়

       বিশ বছর আসলেই দীর্ঘ হয়।