আকিল মাহদী হত্যার অভিযোগে ৩ জন গ্রেফতার এবং অভিযোগ গঠন

আকিল মাহদী হত্যার অভিযোগে ৩ জন গ্রেফতার এবং অভিযোগ গঠন

মাহামুদুর রহমান শানুর 

  টাওয়ার হ্যামলেটস এলাকায় লাইমহাউস ক্যানলের পাশে নেভিগেশন রোডে কুরআনের হাফিজ আঁকিল মেহেদী রহমান(২২) কে মৃত্যু অবস্থায় পুলিশ উদ্ধার করেছিল।গত শনিবার সকালে ৮.৪৫ মিনিটে। তাঁরই ধারাবাহিকতায় তিন জনকে পুলিশ আটক করেছে।মাজেদ আহমেদ নামক একজন নর্থ লন্ডনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেএবং  পরে  বাকী আরও দুই জন কে আটক করতে সক্ষম হয়েছে। তিনজনই ব্রিটিশ বাঙালি বলে জানা গেছে।  মাজেদ আহমেদ লন্ডন ই ৩ নেভিগেশন রোডের বাসিন্দা। মুজাহিদ আলী হেকনী  এলাকার বিশপস ওয়ে ই ২ এর বাসিন্দা এবং আবুল কাশেম কেনিন টাউন ভিক্টোরিয়া ডক রোডের বাসিন্দা ই ১৬. আজ লন্ডনে ম্যাজিস্টস টেমস  কোটে হাজির করা হয়েছে ।এখন পর্যন্ত কি কারণে তাকে হত্যা করা হয়েছে সঠিক কারণ জানা যায়নি। 
কুরআনের হাফিজ আঁকিল মেহেদী (২২)হত্যার পিছনে রহস্য উদঘাটন করার পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ভেস্টিগেশন সূত্রে জানা গেছে। বাঙালি কমিউনিটির মধ্যে আতংক বিরাজ করছে। এই ভাবে একজন তরুণ কুরআনের হাফিজ কে হত্যা করা হয়েছে। অত্যন্ত নির্মমভাবে ছুরি দিয়ে হত্যা করেছে।বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা উপযুক্ত শাস্তির আওতায় এনে বিচার দাবি করছেন।