আনন্দ আর বিষাদ

আনন্দ আর বিষাদ

   কোহিনুর আকতার

অবরুদ্ধ যেন জীবনপ্রবাহ

সময়গুলো মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন করে রাখে আনন্দ বিষাদে।

আমার আনন্দ--তোমার কীর্তি আর মহত্ত্ব

দেখে অভিভূত হই। 

বিষাদে মন ভরে যায়- তোমার দুঃখ ব্যথায়।

আমার মতো--তোমারও নেই উচ্চাভিলাষ 

এটাই আমার প্রাণোচ্ছ্বাস।

দুঃখের রথে ঘুরেফিরে 

তোমার-আমার সুখের আবাস!

আমার আছে ব্যথার বোঝা, সুখও কাড়ি-কাড়ি!

অল্পতে তুষ্ট জীবন-

কিছুতেই নেই বাড়াবাড়ি!