তুমি চে গুয়েভারা

তুমি চে গুয়েভারা

জাফর রেজা 

জন্মে তোমার আর্জেন্টিনায়

শৈশবেই তোমাকে ব্যাথিত করেছিল

সমাজের অসহায় বঞ্চিত, দরিদ্র মানুষের মুখ।

যৌবনের বসন্তের দিনগুলিকে নির্বাসনে দিয়ে

তুমি ছুটে বেরিয়েছো, কিউবা, কঙ্গো, বলিভিয়ার

নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছে, শুনিয়েছ

মুক্তির গান, শিখিয়েছ প্রতিবাদের ভাষা,

আজকের কিউবা সেতো তোমারই অবদান।

কিন্তু সাম্রাজ্যবাদের হায়েনারা তোমার সব স্বপ্নকে পুর্ন করতে দেয়নি।

এই নশ্বর পৃথিবীতে হয়তো আজ আর তুমি নেই

কিন্তু তুমি ছিলে,আছো, তুমি থাকবে,

পৃথিবীর সকল নিপীড়িত মানুষের হৃদয়ে।

তুমি চে গুয়েভারা। 

( চে গুয়েভারাকে বলিভিয়ান আর্মি ১৯৬৭ সনের ০৮ ই অক্টোবর হত্যা করে। মহান বিপ্লবীর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা )