দিব্যি কা'টো আমায় ছুঁয়ে

দিব্যি কা'টো আমায় ছুঁয়ে

মিতা নূর

যদি আমায় ভালোবাসো

সত্যি করে বলে যাও প্রিয়েে.!

দিব্যি কা'টো আমায় ছুঁয়ে, 

কতটা সুখ পেয়েছো..!

আমায় তুমি দুঃখ দিয়ে। 

সাক্ষী ঘরের চার'কোণ, 

সোহাগে আদরে ছিলিম আমি, 

তোমার শরীর'মন জুড়ে! 

কত প্রিয়, কত আপন। 

আমি ছিলাম তোমার'

পোষ'মানা পাখি..!

ইচ্ছে মতো রেখেছিলে খাঁচায়, 

তাই বুঝি আজ খুব যত্নে!

ভরিয়ে দিলে আঁখি। 

একলা একা মনের ঘরে পুড়ছি জ্বরে, 

ভীষণ ভাবে খুঁজছি তারে..!

সে- রয়েছে ব্যস্ততার ছুতো ধরে 

দূর থেকে- অনেক দূরে।