নির্ঘুম কাটিয়ে দেওয়া দু'টি চোখ

নির্ঘুম কাটিয়ে দেওয়া দু'টি চোখ



জহির ইসলাম 

মুখপোড়া এই আমি!
প্রতীক্ষার ঘণ্টা ধরে আজো দাঁড়িয়ে আছি, 
শতকাল এই তৃষিতার বেশে নীদ-হীন উত্তাপে উন্মুখ হয়ে আছি;
আসেনা সেই ক্ষণ!   
তবুও আশার পলে এই সোপান একদিন তুমি ছুঁয়ে দিবে, 
তোমারই জল চোখে বইবে ঝর্ণা।।

সেই যে স্পর্শ! 
মনে আছে তোমার?
আজও আমাকে পুলকিত করে, 
যেদিন তুমি প্রথম আমার ঠোঁটের মধ্যিখানে ঠোঁট ছুঁয়েছিলে;
সেই থেকে লিপস্টিকের ব্যবহার করিনা!
স্মৃতিটুকু যেন আজও লেগে আছে এই অব্যক্ত শিহরিত কম্পিত ঠোঁটে।। 

সেই স্মৃতির পথ ধরে
এখনো আমি দম মন্থনে চোখবুঁজে পাই তাজা অনুভূতি!
যেদিন আমি তোমার বাহুডোরে নির্বাক ছিলাম,
জান তুমি, 
কত মিছে দিয়ে কলঙ্ক ঢেকেছিলাম বেঁচে থাকুক ভালোবাসা এই আশায়; 
যখন ঐ মিথ্যেগুলো মনে উঁকি দেয় 
তখনই যেন নাকের ডগায় লেগে থাকে এক চিলতে  স্মিত হাসি।। 

এখনো আমি-
সেই তালগাছটি একটু ছুঁয়ে দেই! 
এক পলক স্বপ্ন নিয়ে,
যেন তোমার সহজ লব্ধ রসালো কথাগুলোই তখন আমায় তালের রসের কথা মনে করিয়ে দেয়,
যেন এত সহজে রস পাওয়া যায়-না।। 
ঠিক তোমার অপেক্ষা... 

যত দুর মনে হয় 
সইতে পারিনা কইতে পারি না
বেঁচেই যদি আছি!
তবে আমায় এমন কুঁচি কুঁচি করে কেন?

বছর যায় যুগ যায় হলো ইতিহাস, 
যেন তুমি'ই আমার উপন্যাসে এই জীবন্ত ইতিহাস!
অপেক্ষার প্রহরে থেকে...... 
যে ইতিহাসের স্মারক আমার কুঁচকে যাওয়া গাল, শুকিয়ে যাওয়া ঠোঁট;
রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেওয়া দু'টি চোখ।।


মোহনগঞ্জ, নেত্রকোনা।।