ভালোবাসার পৃথিবী

ভালোবাসার পৃথিবী


মাহবুবা আখতার ---

--একদিন কিছু হরীতকী বনে জলের প্লাবনে 
কিছু ভ্রুণ মানুষের জন্ম দিয়েছিলো।
নিঃশর্তে চমৎকার মানুষ 
এজন্য পেরিয়ে আসতে  হয়েছে  শ্বাপদ সংকুল পথ।

কালের আবর্তে কিছু মানুষ হয়েছে মহামানব,ধর্মে, ত্যাগে, মহিমায়,মানবতায়।
কিছু হয়েছে, নিষ্ঠুর,ভয়াল দানব।খুবলে খায় মানচিত্র, পতাকা
মানবতা হয় ধর্ষিত।

বিশুদ্ধ হয়না জীবন, অশুদ্ধ -অনিয়মের বেনোজলে ভেসে যায় কাঙ্খিত জীবন স্রোত। ফেরেনা, ফেরা আর হয়না অথই জলে  উজানের সাম্পান 

তবুও প্রত্যাশা,একদিন চমৎকার একটি সূর্য, গনগনে আগুনে ঝলসে দেবে পুড়িয়ে দেবে সমূহ  অপশক্তি। 
জন্মাবে,জাগিয়ে দেবে ভালোবাসার পৃথিবী।