শব্দগ্রাহকের অস্কার জয় করলেন কেন জেনিংস

বাংলাভাষী ডেস্কঃঃ

অস্কার জয়ের ফলে আর সবার মতোই দর্শকদের দাঁড়িয়ে সম্মান লাভ করেছেন টম ক্রুজের হিট ছবি 'টপ গান: মেভেরিক'র শব্দগ্রাহক কেন জেনিংস। এই ছবিটির জন্য তিনি তাদের ‘অ্যাচিভমেন্ট ইন সাইন্ড’ নামের অস্কারটিই নিয়ে ঘরে ফিরেছেন। সাউন্ড বা শব্দ বিভাগের অস্কার এটি।

২০২২ সালের ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার পর থেকে অস্কারের দিন পর্যন্ত আমেরিকায় সবচেয়ে আয় করা ছবিটি হয়েছে টম ক্রুজের ধারাবাহিক সিনেমার এই নতুন পর্বটি। বিশ্বজুড়ে আয় করেছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

করোনাভাইরাসের আক্রমণের পর সিনেমাপ্রেমীদের টম ক্রুজ তার এই ছবিটির মাধ্যমে বিশ্বজুড়ে হলে ফিরিয়ে এনেছেন। অনেকে স্ট্রিমিং সার্ভিসগুলোতে দেখেছেন। এমনকি স্টিফেন স্পিলবাগও ছবিটিকে মানুষদের হলগুলোতে ফিরিয়ে আনতে তাদের প্রচেষ্টা ও কষ্টের জন্য ধন্যবাদ দিয়েছেন। তিনি কিংবদন্তী নায়ক টম ক্রুজকে বলেছেন, ‘তুমি হলিউডের জন্য গৃহকর্মীর মতো কাজ করেছো এবং হয়তো সিনেমা হলের বিতরণ ব্যবস্থার জন্যও সেভাবে শ্রম দিয়েছো।’

কোভিড ১৯ মহামারির পর টপ গান : মেভেরিকের চেয়ে বেশি আয় করেছে ও ১ বিলিয়ন মার্কিন ডলারের রেকডটি ভেঙে প্রথম হয়েছে মার্ভেলের অ্যাকশন ছবি ‘স্পাইডার ম্যান : নো ওয়ে হোম।’