শ্রমজীব

শ্রমজীব

শিবনাথ মণ্ডল

পিপীলিকা পিপীলিকা

তুমি চঞ্চল 

সব সময় ছুটে বেড়াও

সারা অঞ্চল।

সবথেকে দেহটি তোমার

অতি ক্ষুদ্র

ঘ্রাণ শক্তি তোমার যে

বড়ো দ্রুত।

সারি দিয়ে সকলে

করো চলাচল

ক্ষুদ্র দেহ হলেও বিষেতে

নয়তো দুর্বল ।

বড়ো বড়ো জীবকে

করনা তুমি ভয়

কুরে কুরে খেয়ে সব

করে দাও ক্ষয়।

খাই খাই করে ঘোরো

সারা রাতদিন

এত খাও তবু কেন

শরীরটা ক্ষীণ।

শ্রমজীবী জীব তুমি

নইতো কুড়ে

খাবারের খোঁজে খোঁজে

যাও কত দূরে।।