সনাতন ও মুসলমান 

সনাতন ও মুসলমান 

এনামুল হক কাফি


সনাতনরা কি কোন দিন সালাম দেয়, ঈদ মোবারক জানায় জুম্মা মোবারক  বলে।না তারা মুসলমানদের কোন ধর্মীয়  অনুষ্ঠানে আসে।

আবেগ সব জায়গায় খরছ করলে সময় মত আর আবেগ পাওয়া যাবেনা এমনকি নিজের একমাত্র শেষ সম্বল ঈমান টুকু খুজে পাওয়া যাবেনা

আশ্চর্য্যের কিছু নয়
অন্য ধর্মের অনুসারী তারাও মানুষ তাদের সাথে মানবিক আচরন, সৌজন্য আচরন করেন তাতে বাধা নেই। 

ধর্মীয় দৃষ্টিকোণ  বিবেচ্য বিষয়। ধর্মের আলাদা সাতন্ত্রবোধ আছে।
বিধায় মুসলমান হয়ে পুজামন্ডবে যাওয়া ফুল দেয়া শুভেচ্ছা শুভবার্তা জনসম্মুখে বা ফেবুতে প্রচার করা সঠিক নয়।

আমরা দুনিয়ার ক্ষণিকের নেতা খেথাদের যে তাজিম সম্মান  খুজ খবর রাখি সে অনুযায়ী আল্লাহর রাসুল সঃ কে কি স্বরণ করি। আল্লহর জিকির ও রাসুলে মুরসালীন সঃ এর উপর সালাত ও সালাম বেশি বেশি করে জানাই।

নবী রাসুলদের শত্রুদের মোকবেলায় সোচ্চার হই।প্রতিবাদ জানাই।
ধর্মীয় অনুশাসন মেনে  চলি

আল্লাহ  আমাদের সবাইকে দ্বীনের পথে
চলার সঠিক জ্ঞান দান করুন।আমিন