স্মৃতির পাতা

স্মৃতির পাতা

-বেলাল হোসেন। 

স্মৃতির পাতায় পদচিহ্ন 

আজো দেখা যায়, 

নীল আকাশের তারার মেলায়

দ্রুবতারা হয়ে আজো

জ্বলছে এ ধরায়। 

জ্বলে জ্বলে 

হারিয়ে গেল অবেলায় 

বড় দুঃসময়ে আজ আমরা

 আলোর শুন্যতায়। 

কে আছে এমন 

জাতীর অন্ধকারে আমাদের 

 আলোক বর্তিকা 

হয়ে পথ দেখায়? 

আগামী দিনের পথ চলায়

এমন নক্ষত্রের আবির্ভাব

তো নজরে নাহি দেখা যায়

আছে কি বিকল্প উপায়? 

আপনাদের কর্মদক্ষতায়

বারে বারে ফিরে আসবেন

স্মৃতির খাতায়

অমর হয়ে থাকবেন

ইতিহাসের পাতায়।