সময়ের গুরুত্ব

সময়ের গুরুত্ব

মোঃ হা‌বিবুর রহমান

-----জীব‌নের চলমান সময়‌টি অত্যন্ত মধুর ও তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ ও অর্থবহ এই সময়‌টির কর্মকান্ডগু‌লোই তো এক‌দিন জীব‌নে মধুর ই‌তিহাস হ‌য়। চলমান সম‌য়ের যে সমস্ত ঘটনাপ্রবাহ এক‌দিন জীব‌নের শেষাং‌শে ই‌তিহাস হ‌'য়ে ম‌নে দাগা দে‌বে, নিশ্চয়ই সেই চলমান সময়‌টি খুব একটা মধুর ‌ছিল না। কিছু কিছু অমধুর স্মৃ‌তিও মনুষ্য জীব‌নে প্র‌য়োজন আ‌ছে ব'ই‌কি!

সোনার তৈরী গহনাটি যেমন খাদ ছাড়া মো‌টেই টেকসই হয় না তেম‌নি অমধুর ঘটনা ছাড়া জীব‌নের ই‌তিহাসটিও কখনও প‌রিপক্ক আর পরিপূর্ণ হওয়ার কথা‌ ‌চিন্তা করা যায় কি? তাই‌তো ভ‌বিষ্য‌তে মানুষ কখনওবা অতী‌তের দুঃ‌খভরা স্মৃতি‌সমূহ নি‌য়ে ডুগ‌রে কা‌ঁদে, হাবুডুবু খা‌য় সে যেন বিষাদ সাগ‌রে আবার কখনওবা ‌সে সু‌খের সাগ‌রে অবগাহন ক‌'রে পুতপ‌বিত্র হ‌য় ও অতঃপর সে নিজে‌কে ধন্য ম‌নে করে।