সৈয়দ আহমদ জুয়েদ এর এক গুচ্ছ কবিতা  

সৈয়দ আহমদ জুয়েদ এর এক গুচ্ছ কবিতা  

#গীতি কবিতা

রৌদ্রের মত ভালবাসি তোমায়

কান পেতে শুনে যাও ...

বুকের নদীতে তোমার জন্য

বাধা আছে প্রেমের নাও |

ইচ্ছে হলে পাখা মেলো তুমি

প্রজাপতির মত মনে ...

তোমার জন্য সাতটি রং

সাত রঙ্গে খেলা খেলে |

তোমার জন্য আকাশে যখন

ইচ্ছেরা ঘুড়ি উড়ায়...

মগ্নতা আমার দু' চোখ জুড়ে

ভালবাসা খুঁজে বেড়ায় |

তুমি শুধু তোমার উপমায়

অতুলনীয় এক রাখী...

তোমার জন্য আমার ভেতর

ভালবাসা মাখা মাখি |

 # তুমি আসবে ? এসো

তুমি আসবে ?

এসো ....

তুমি না এলে

এই পৃথিবী জানবে না ... ভালবাসা আছে , সুখ আছে , আছে স্বপ্নিল জীবনের নানা রঙ ...

তুমি আসবে ?

এসো ....

এ যাবত কালের দুঃখ কস্ট সব জনাঞ্জলি হউক ,

পূর্নিমার আলোয় ভরে যাক কুঠির |

#নিবেদিত প্রেম

দাবানল ছুঁয়ে গেছে ফাগুনের ডালে

পাতাবাহার পুড়ে চাই, জীবন থেকে

বসন্ত রাজ পালিয়ে বেড়াচ্ছে নির্ঘুম চোখে

বল - এই প্রেম কি চেয়েছিলাম ?

মলিন মুখে আয়নায় প্রতিচ্ছবি

দেখবোনা বলে তুলির আঁচড়ে

এঁকেছিলাম ছবি |

বৈশাখী ঝড়ে লন্ড হলো বিলাসী সুখ

সুখ মরে শশ্বান হলো , বল - এই প্রেম কি

চেয়েছিলাম ? কও

চাইনি বলে দাবানলে জল ফেলো বাসন্তী

কথা বল প্রণয়ের , যে জীবনে তোমাকে

চেয়েছি , সেই জীবনে বিষের তীর

থেকে ফিরিয়ে নাও নিশানার চোখ ,

তারপর বাহুতে আটকে রাখো - অগাদ বিশ্বাস |

আমাদের পথেই হউক মিলন

পাড়া প্রতিবেশী বলুক - সাচ্চা প্রেম |

আমাদের প্রেম ছাড়া সঞ্চয় অন্য কিছু নেই,

আর নেই বলে জমিয়ে রাখি - প্রেম,

অগাধ আস্থায় |

 #আঁচল পাতার দেশ

যাবি নাকি কেউ

লাল সবুজের দেশে

দেখবি বিজয়

কত আনন্দে হাসে |

যাবি নাকি কেউ

তবে আয় - বিজয় টা দেখে যা

লাল সূর্যের বেশে |

বিজয় তো আসেনি এমনি এমনি

যুদ্ধ করে এনেছে তারা

কত প্রাণ দিয়েছে , ইজ্জত নিয়েছে

হানাদার আর পাক সেনারা |

দমিয়ে রাখতে তবুও পারেনি

লাল সবুজের এরা দুর্বার বাহিনী

এনেছে বিজয়, হেসেছে হাসি

জেনেছে জগৎ বিপ্লবী কাহিনী |

তোরা যাবি কেউ

তবে আয় - বিজয় দেখে যা

কত প্রাণ হাসে কত উল্লাসে

লাল সবুজের বাংলাকে ভালোবেসে |

বাংলার আকাশে

বাংলার বাতাসে

বিজয়ের গান গায়

মরমী কবি বাউল শত শত

আছে এই বাংলায় |

তোরা আয় - দেখে যা

এ যে আমার মায়ের আঁচল পাতার দেশ |

লাল সবুজের সোনার বাংলা

আমার বাংলাদেশ |