সিলেট-সুনামগঞ্জে কেটে ফেলা রাস্তায় করা হবে কালভার্ট বা ব্রিজ: প্রধানমন্ত্রী

সিলেট-সুনামগঞ্জে কেটে ফেলা রাস্তায় করা হবে কালভার্ট বা ব্রিজ: প্রধানমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি অপসারণের জন্য কেটে ফেলা রাস্তায় কালভার্ট বা ব্রিজ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ জুন) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই বন্যা হবে সেখানেই আমরা বন্যা মোকাবেলা করবো। আমাদের দলীয় সব সংগঠন বন্যা মোকবাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে বন্যা পরবর্তী সময়ে ঘরবাড়ি মেরামতেও আমাদের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে।’

সরকার প্রধান বলেন, ‘বন্যার পানি অপসারণে যেসব এলাকায় রাস্তা কেটে ফেলা হয়েছে সেসব স্থানে কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে বন্যা হলে খুব সহজেই পানি নেমে যেতে পারে।