সে আমার না হোক

সে আমার না হোক

মাহফুয-রাহমান।  

হ্রদয়ের ভেতরে খুব গহীনে যাকে রেখেছি,যার সঙ্গে মন-প্রান বেধেছি,যারে নিয়ে সংসার বেধেছি, মনের জগতে!

তার অনুভূতি যদি প্রেমকে প্রাপ্তি না দেয়।

তবে!সে আমার না হোক।

বেচেঁ থাকার এই দীর্ঘক্ষনে যার জন্য পবিত্র,সত্য, সুন্দর,আলিঙ্গন জমা রেখেছি।

সে যদি অপবিত্র,অসত্য,অসুন্দর,হয়

তবে!সে আমার না হোক।

পৃথিবীর সমস্ত সৌরভ দিয়ে যাকে সুরভিত করেছি

সে যদি ঝড়ো হাওয়াতে অশোভন হয়ে যায়।

তবে!সে আমার না হোক।

আমার হ্রদয়ের প্রকৃতিতে যে'ছাব্বিশ' টি বসন্ত জমিয়েছি আদরে-আদরে।

তার বসন্তের ডালে যদি অন্য কোকিল বসে 

তবে!সে আমার না হোক।

পুস্প হয়ে,রক্ষিত শরীর নিয়ে,ফুলসজ্জায় এসে নব যৌবন সপে দিয়ে আমার সন্তানের জননী হওয়ার কথা ছিল যার।

সে যদি ঝরে পড়া পুস্প হয়ে অগোছালো হ্রদয় নিয়ে আসে।

তবে!সে আমার না হোক।

বিশ্বাস নিয়ে যার জন্য অপেক্ষা করেছি হ্রিদপিন্ডের স্পন্দন দিয়ে সমস্ত কল্পনা ও বাস্তব যাকে সপেছি।

তার যদি এত কিছু পেয়েও অন্যের প্রতি ঝোঁক থাকে।

তবে!সে আমার না হোক।