হার নাহি মানে

হার নাহি মানে

     ফরিদা হক 

অমানিশার ঘোর আধিয়ার কাটবে কিনা কে জানে,

মাঝ দরিয়ায় ঘুরপাক খায় তরী বিরাট তুফানে।

পুবপানে আঘাত হানে তীব্র জোয়ার ভীম রতে,

পশ্চিমে মতি ভ্রমে উল্টো টানে মাঝপথে।

উত্তরে মাঝি নড়বড়ে মাল্লারা ভীষণ স্থির,

দক্ষিণে গতি মিন্মিনে উথলে উঠা ফেনিল নীর। 

মাঝ দরিয়ায় ঘুরপাক খায় জীবন তরী বেসুমার,

দেহ ক্লান্ত মন শ্রান্ত হ্যাচকা হোঁচট বারবার।

দুর্জয় নিশ্চিত পরাজয় বৈঠা তবু ছাড়েনা,

মিছে আশা ভালোবাসা হার মেনেও মানেনা।