গ্ৰাম বাংলা

রীনা দাস (ভারত)--
মাটির সড়ক মাটির বাড়ি
চলছে পথে গরুর গাড়ি
উড়ছে ধুলো উড়ছে ঘুড়ি
শাক তুলছে গাঁয়ের বুড়ি
শিশির ধোয়া ভোর বেলা
ছোট্ট শিশু করছে খেলা
কলস ভরা শীতল পানি
আনাজ কাটে ছোট্ট বানী
খেজুর রস দিচ্ছে জাল
রান্না হবে শুক্তো,ডাল
কাঁসার থালা কাঁসার বাটি
পাতা আছে শীতল পাটি
নদীর পারে দুপুর বেলা
ঝাঁকে ঝাঁকে পাখির মেলা
গাছের নীচে আসন পাতা
কৃষক ভায়ার মাথায় ছাতা
ক্ষেত ভরা ধানের চারা
দখিন হাওয়া দিচ্ছে নাড়া
বাহারি সব গ্রামের খাবার
কি দরকার শহরে যাবার