দুঃসময়

শাহারা খান
পৃথিবীটা পাল্টে দিলো,
মরণ ব্যাধি করোনায়।
চারদিকে শোকের ছায়া,
লাশের সারি দেখা যায়।
ঘরবন্দি থেকেও যেন,
মিলছে নাগো রেহাই।
মানব মনে বাড়ছে আতঙ্ক,
কখন একটু শান্তি পাই।
লেখাপড়ার বিঘ্ন ঘটলো,
অর্থনীতির চাকা অচল।
চাকুরি হারানোর টেনশনে,
হারিয়ে যাচ্ছে মনোবল।
রোগ বিছানায় মা কাঁদে,
ভয়ে সন্তান যায়না কাছে।
করোনার কারণে ভালোবাসা,
আজ হলো বুঝি সব মিছে।
ডাক্তার,নার্স সেবা দিয়ে,
হয়ে যাচ্ছে হয়রান।
রোগীর সংখ্যা বাড়ছেই শুধু,
হাসপাতালে হচ্ছেনা সংকুলান।
কখনো মোরা ভাবিনি,
কভু আসবে এমন দুঃসময়।
করোনা নামক শক্তির কাছে,
মানতে হবে পরাজয়।
বিপদে পড়ে ডাকি তোমায়,
ওহে দয়াময়,আল্লাহ,রহমান।
পাপ,গোনাহ মাফ করে তুমি,
করোনা মুক্ত পৃথিবী করো দান।