পরামর্শ

মেহেদুল আলম
বাপের অবস্থা ভালো নয়
কিছু পড়ালেখা কর
আট ক্লাস পাস দে
তারপর লাইনে দাঁড়া!
বুকে সিল মেরে নিয়ে যাবে
বেতনভুক্ত বন্দুকধারী হবি-
খেয়ে-পরে বাড়িঘর করে সুখে থাকবি
খবরদার, ওরা গুলি ছুড়লেও
তুই ছুড়বি না
তুই বন্দুক হাতে দাঁড়িয়ে থাকবি!
ফ্লাগ-মিটিং আছে না !
ভারত আমাদের বন্ধুরাষ্ট্র
খবরদার, ওদিকে তাক করবি না !
খেয়ে-পরে বেঁচে থাকবি
ছিনতাই-সন্ত্রাসী না হয়ে
আট ক্লাস পাস দে
যা বললাম তাই কর-
তোরই ভালো হবে, আমার কী।