ভাবনা

—আফিয়া বেগম শিরি—
কতো হাসি কতো খুশী কতো যে গান
মাঝে মাঝে সব যেনো শুন্যতার ম্লান
সূর্যের আড়ালে একি মেঘের পূর্বভাস
বেদনার অন্তরালে শুধুই দীর্ঘশ্বাস
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে জীবনের চাকা
রঙিন সপ্নগুলো হলো না যে আঁকা
না বলা অনেক কথা বলার যে বাকি
মরন ছোবল দেবে কখন জানি ফাঁকি
তবুও আশার তরে কত যে স্বপন
সুখ পাখিটা ধরতে মন উচাটন
ফাঁকি আর মেকী কারো কারো জীবন
অন্তরালে পুড়ে ছাই সদা দেহ মন
এলোমেলো ভাবনা বাঁচার লড়াই
ক্ষনিকের জীবনে কতো যে বড়াই
রিক্ত শুন্য হবে মায়ার বাঁধন
পিছনে পড়ে রবে শত আপন জন