যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ বাংলাদেশির লাশ উদ্ধার

বাংলাভাষী ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালেন শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
ফক্সনিউজ জানিয়েছে, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে একটি বাড়ির এক কক্ষে একইসঙ্গে বাবা-মা ও ৩ সন্তানের লাশ পড়ে থাকতে দেখে। একটু দূরেই পড়েছিল তাদের নানীর লাশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাদের গুলি করে হত্যা করা হয়েছে কিংবা তারা আত্মহত্যা করেছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা স্থানীয় পুলিশের সার্জেন্ট জন ফেল্টি বলেন- ধারণা করা হচ্ছে, সাপ্তাহিক ছুটির দিন রোববার দুই ভাই পরিবারের অন্য সদস্যদের হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।