রুদ্র অয়ন এর কয়েকটি অণু কবিতা

ভালোবাসার অভাব--
ওয়াদা করে ভাঙবে তুমি
এটা তোমার স্বভাব,
তোমার মনে আমার তরে
ভালোবাসারই অভাব।
নীল বেদনা--
চারপাশে সোনা রোদ্দুর
হাসি খুশির উচ্ছ্বাস,
তুমিহীনে শূন্য এই বুক
নীল বেদনার বসবাস!
স্মৃতির হানা--
ইচ্ছে করে লিখি তোমায়
হয়নাতো আর চিঠি দেয়া,
নিরব রাতে হৃদয় পটে
ভাসে যে স্মৃতির খেয়া!
- রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ