সন্ধার আগে

কাজী জুবাইদা---
---এক আকাশ তারার নিচে
নিকষ অন্ধকার,
কালো সবুজ গাছগুলো সব
দোলায় চারিধার।
শিশিরসম বৃষ্টির জল
হঠাত ঝরে পড়ে
আধার সরায় চাদের হাসি
আলোর কণায় ভরে।
উঠোন ঘেষা জড়োয়া ছাদের
মধ্যখানে আমি
জগতজুড়ে অনেক হ্যাপা,
ক্ষনিককাল থামি।
এই জীবন এই সময়
ভীষণ অন্যরকম,
জঞ্জাল আর হিসেব ভুলি
প্রাপ্তির বেশ-কম।
জীবন কখনো অট্টহাসি,
কখনো চোখে জল,
একটু করে বাড়ে বেলা
বাড়ে সঞ্চয় কেবল।
মাঝদুপুরে মাঝপুকুরে
বৃষ্টি-ছাতা মাথায়,
ডুবে গেলাম রিমঝিমিয়ে
লক্ষ স্মৃতির পাতায়।