সম্পর্ক

সম্পর্ক

রাসেল আহমেদ সাগর 

সম্পর্ক সে-তো মায়ার বাঁধণ 

আত্মার সাথে আত্মার মিলন, 

যদি হয় স্বার্থবিহীন নির্ভেজাল খাঁটি  

রক্তের চাইতেও হয় যে আপন। 

সুখে কিংবা দুখে পাশে থাকে যে 

সেইতো হলো প্রিয়জন, 

মুখোশ পড়া ছদ্মবেশির 

টালবাহানায় মজাই ও না মন । 

চেহারা বা রূপ নয়, হোক না সে পর  

চরিত্র দেখো আগে সাথে দেখো মন , 

তা না হলে ধোকাবাজের পাল্লায় পড়ে 

কাঁদিতে হবে সারাজীবন। 

বিপদে সাহস যোগায় দুঃখে তোমার কাঁদে 

আনন্দ দেখে তোমার যার ঠোঁট হাসে,

বুঝে নিও সেই আপন 

তোমায় সে বড্ড বেশি ভালোবাসে। 

সম্পর্ক সে তো পরিবারের মধ্যে নয় সীমাবদ্ধ 

দূরের হলেও হয় আত্মার আত্মীয়, 

শক্ত করে ধরে রাখো আগলে রাখো তারে 

মনে রেখো তুমি তার সেই তোমার প্রিয় । 

অবহেলা অযতন চল-চাতুরী 

কখনো করবেনা তুমি তার সাথে, 

তোমার আচরণে আঘাত পেয়ে 

রক্তক্ষরণ হয়না যেনো কারও বুকেতে। 

আত্মার সাথে আত্মার রোজ 

চালাও আলাপন, 

স্বার্থের জন্য ছিন্ন করো না তুমি  

মায়ার সম্পর্কের বাঁধন ।