সৃষ্টি কাব্য

রঞ্জিত দাস
----কত প্রশ্ন মনের মাঝে
সকাল বিকেল সন্ধ্যা সাঁঝে
দেখে আত্ম হারা,
এক আকাশের নীচে থেকে
একটি সূর্য চন্দ্র দেখে
হই যে পাগল পারা।
এতো নিখুঁত দিনের আলো
রাতে আবার ভুবন কালো
আলো আঁধার খেলা,
কখন আবার জোছনা ভরে
চাঁদের আলোয় আঁধার সরে
যাচ্ছে কেটে বেলা।
পাখপাখালী তরুলতা
সবাই যেনো নীরবতা
চলছে আপন মনে,
পাহাড় নদী ঝর্ণা ধারা
প্রকৃতি যে নয়ন কাড়া
ভাবি তোমায় ক্ষণে।
ওগো প্রভু কোথায় যাবো
কোথায় গেলে তোমায় পাবো
দাও না আমায় বলে,
সৃষ্টি দেখে অবাক লাগে
তোমায় দেখার সাধ যে জাগে
ভাসি নয়ন জলে।