সাহিত্যের সুধাকর (রবি ঠাকুর)

আয়েশা মুন্নি-
--আলোকিত দিনে
জ্ঞানের আলো জ্বেলে দিলে
মধুময় হলো সেই ক্ষণ,
দীপ্ত পায়ে করেছিলে যেদিন
বাংলায় পদার্পণ।
গুণনীয় কবি তুমি
মাননীয় তুমি,
ধরণি পেয়েছে প্রাণ...
রচিয়েছ তুমি- হে, গুণী কবি
অঝোর কবিতা, অবিনাশী গান।
গল্প - কবিতা,উপন্যাস - নাটকে
জীবনী - প্রবন্ধ ও সাম্রাজ্যবাদী চেতনায়
করেছো আমাদের ঋণী,
আনত হৃদয়ে শ্রদ্ধা সতত
হে, অম্লান গুণী।
মহা প্রয়াণেও তুমি আছো হৃদয়ে
বেঁচে আছো ভক্ত কূলে...
হয়েছো চির অমর,
তোমাতে বিনয়ী শ্রদ্ধা আমার
হে, সাহিত্যের সুধাকর।