অচল মানব

অচল মানব

কাজী দাউদ হাফিজ

যেদিকে তাকাই, চোখ যতো দূরে যায়

হতাশার অন্ধকার গিলে গ্রাস করে আমায়;

সুখ নয়, শান্তি নয়, ভালবাসার স্বস্তিটুকুও নয়

মহা ধুমধামে জন্ম হয়

এক গাঢ় বেদনার।

বোবা আমি, অন্ধ আমি, বাঁধা এক অদৃশ্য শিকলে;

শ্রবণ ইন্দ্রিয়ে ধরেছে মরিচা

তাই পাই না শুনতে এই মন যা বলে।

আমি পারিনা মুক্ত হতে, পারিনা মেনে নিতে,

না পারি ভাঙতে আমি নিয়মকানুন শৃঙ্খল;

মানুষ হলেও আমি তাই গভীরভাবে অচল।