অনন্তিতা

অনন্তিতা

দেবব্রত সরকার

তুমি যতটা দেখাও তার চেয়েও অনেক বেশি দেখি আসলেই দেখাটা তারই

তুমি সাজিয়ে নিয়ে জন্মদিন হাসাও আমিও হাসি

কিন্তু প্রতিদিনই যে আমাদের নতুন জন্ম হয়ে ওঠে তা আমরা ভুলেই যায়

এখন শুধু নিয়মের পালা ভাঙা দৃশ্য জুড়েই আমরা চিত্র তৈরি করি বা সিনেমা 

আসলেই জীবনের সমস্ত পাট চুকে গেলে এগুলোই সয়ম্ভর হয়ে ওঠে 

চিনে নেবার পালা নয় 

নেশা কাটলেই প্রয়োজনিয়তার কথায় মনে পড়ে 

বৃত্তের উপর ঘুরপাক খেতে খেতেই কোষেদের মৃত্যু হয় 

সময়ের দরবারে জীবন একটা পরিনিত সম্পর্কের কথা আগলে পরিবারের কথা ভাবে 

আসলে পরিবার একটিই সম্পর্ক হাজার রকমের

  অনন্তিতা ...