অনন্তের পথে

অনন্তের পথে

শামীমা আহমেদ 

হাজারো জনতার ভীড়ে,
অনুরূপ সাজের অবিকলে, 
ছদ্মবেশে মুখোশের আড়ালে,
কিংবা,
মিলিত কন্ঠস্বরের সমবেত সঙ্গীতে,
তোমার কন্ঠ চিনে নিতে 
এতটুকুও ভুল করিনি আমি,
অন্তর্দৃষ্টির অবলোকনে,নিভৃতে ---
মনের ভাবনার অন্তরালে, 
ঠিক যেমনটি খুঁজেছি দৃষ্টিদানে
কল্পনার রঙ তুলিতে বিনিদ্র নিশিথে 
ঠিক যেমন চিত্ররেখাটি  এঁকেছি অতি সংগোপনে
তেমনি প্রচ্ছদপটে গানের লিপিকায়
সুরের মাধুরীর আলাপনে---
চেনা অবয়বে, আকুলতায় নিবেদনে,
তোমার সন্ধানটি পেয়েছি---
হৃদ গভীরের অনুশাসনে।
পার্থিব চাওয়ার উর্ধ্বের আবেদনে,
কেবলি ভালোলাগার  সম্মোহনে
ও দুটি হাতের  নিগূঢ় বন্ধনে
দুজনায় হাঁটবো পথ অনন্তের পানে.....