অনুভূতি

অনুভূতি

    সৌরভ ভট্টাচার্য্য

অনুভূতি টা এমন অদ্ভুত দোলাচলে চলে

যার হিসেব আমরা কে বা রাখি।

অনুভূতি টা এমন এক অসম্ভব ব্যাতিক্রম

মানুষ মানুষে ভিন্নতার ছোঁয়া মিলে।

অনুভূতি টা সবসময় সর্ব ক্ষেত্রে

পার্থক্য খুঁজে ফিরে।

অনুভূতি আজ এক, কাল ভিন্নমাত্রা

পরিগ্ৰহ করে।

অনুভূতি এমন অদ্ভুত আচরণে

বিরাজমান,

ক্ষণে ক্ষণে ম্রিয়মান ।

অনুভূতি টা অদ্ভুত এক শিহরণ

যখন খুশি

তাড়া করে ফিরে।

অনুভূতি না হয় থাক অপ্রকাশ্য

সর্বোপরি

একান্ত ব্যক্তিগত হয়ে।

অনুভূতি আমার আর তোমার মাঝে

দেয়াল হয়ে ফিরে।

অনুভূতি টা সকলের মাঝে সচ্ছ

কাঁচের দেয়াল হয়ে থাকে।

অনুভূতি টা বার বার হৃদয় বিদ্ধ

করে অজানা এক

শিহরণে।

অনুভূতি টা না হয় থাক আকাশ

পাহাড় আর

সমুদ্রের নোনা জলে।।