অপেক্ষার বৃষ্টি

অপেক্ষার বৃষ্টি

মমতা রায় চৌধুরী

আমি তোমার জন্য

হাজার বছর কাটিয়ে দিতে পারি

অপরিমেয় ভালোবাসায়।

শুধু তোমার অপেক্ষায়

 সময়ও থমকে দাঁড়াবে লজ্জা পেয়ে

ভাবতে পারো

শুধু এক পলক দেখার জন্য

 ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন 

রাতের পর রাত জেগেছি, প্রহর গুনেছি

তোমার মিষ্টি সুবাস নেব বলে।

শুধু তোমার জন্য

ছুটে গেছি চিরপরিচিত নদীর ধারে

উন্মত্ত ফেনিল উচ্ছ্বাস শুনবো বলে।

আজও অপেক্ষায় তোমার জন্য

কখন দখিনা বাতাস এসে

 ফিসফিসিয়ে বলবে

আমি এসেছি অপেক্ষার বৃষ্টি,

সকল ক্লান্তি হতাশার অবসানে।

সোদা মাটির গন্ধ দিতে

শুধু ই তোমার জন্য।

শুধুই আমার জন্য

কবে এক আকাশ মেঘ

 অপেক্ষার বৃষ্টি হয়ে

ঝমঝমিয়ে ঝরবে দগ্ধ মনে।

আমি জানি একদিন আসবে 

ভালোবাসার চির প্রতীক হয়ে 

বৃষ্টি হয়ে ঝরবে মাঠে ঘাটে।

কৃষক মনে আনন্দের বন্যা বইবে

 নবান্নে গ্রামীণ মানুষেরা উঠবে মেতে।

 

তাইতো তোমার অপেক্ষায়

কবে তুমি আসবে

হিংসা দ্বেষ বিবাদ ভুলে

 ভালোবাসার মৈত্রী বন্ধনে।

সুখ সাগরে ভাসিয়ে দিতে

ধরার বুকে হাসি ঝরাতে।

আমি সেই দিনটার অপেক্ষায়

শুধু তোমার জন্য

কবে অপেক্ষার বৃষ্টি ঝরবে।