অবন্তী

অবন্তী

নাছিমা মিশু 

অবন্তী পাড় ঘেষা আনমন উঁচু বাক পেরিয়ে 

গহীন তলের কিনার বরাবর দাঁড়ায় 

পাড় ভেঙে নদী ক্ষুধা বক্ষে যেমনি হারায় 

দীপঙ্কর দৃষ্টি আনত স্হির 

অত গভীরতায় ফিরে আসা যায় না

বাঁধা বাটে হিয়া তরণী প'রে সঙ্গ সুজন 

বাহারি শোভা সখী সেথা কুঞ্জ সুধা 

অবন্তী ধীর নাইয়া বালিয়াড়ি বালিকা ডুবা পা

পাড় ঘেষা চলা কালের স্রোত ভাসা মধ্য বয়সা

তার ই কিনা গহীন অতলান্ত পড়ায় ভয় 

অবন্তী ধীর ধীর নাইয়া বালিয়াড়ি বালিকা 

সেই কোন অবেলায় নোঙর ছাড়ানো 

স্রোতের বাঁকে বাঁকে ঢেউদের সঙ্গী 

মধ্য বার্ধক্য উপনীত হওয়া অবন্তী হিসেবে চলেনি।

অনুকম্পা, ভয়,শংকা, নির্ভরতা কখনও সঙ্গী করেনি

আত্মার অভয়ারণ্যে বিশ্বাস, দৃঢ় প্রত্যয়ী হয়ে চলাই

চলেছে অবন্তী 

দীপঙ্কর দৃষ্টি অবনত আনত বদন

অবন্তীর মুখ অবয়ব দৃঢ়তার দ্যোতি ছড়ায় 

অতি শান্ত ভাবে।