অবিন্যস্ত ক্যানভাস

অবিন্যস্ত ক্যানভাস

    রফিকুল ইসলাম 

শিল্পীর সাজানো রঙিন স্বপ্নের ক্যানভাসে

হিরোশিমা আর ভিসুভিয়াসের প্রতিচ্ছায়া

চিত্রকল্পে অস্তিত্বের কুৎসিত করুণ ছবি

ব্যর্থতার শৈলীতে অক্ষমতার বিপন্ন ছায়াপথ।

সব এলোমেলো ম্লান হয়ে আসে আলো

ঝাঁকে ঝাঁকে সন্ধ্যারা নেমে আসে ,

রাতপোকারা অগ্নিপিঠে আসে সাথে, 

হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে অন্ধকার।

প্রেম আর দ্বন্দ্বের দূরত্ব মুখোমুখি দাঁড়ায়

কালো মেঘের নিচে উড়ে যায় 

এক ঝাঁক সাদা বক,

বর্ষার দাপটে নদী ভাঙে বাধ 

খরস্রোতা নদীর বুকে ভেসে যায় 

কিছু প্রাণ ! কিছু অপ্রত্যাশিত স্বপ্নসাধ।

নীরবতার জগতে অব্যক্ত শব্দ ভেঙে

বেদনার অজস্র আর্ত প্রয়াসে 

শিল্পীর তুলিতে উঠে আসে উদাসী

এক অদৃশ্য ধ্যানস্থ সন্ন্যাসী।