অবলম্বন

অবলম্বন

::জবা ভট্টাচার্য (শিলিগুড়ি)

এসো, সাঁঝবাতির ঘরে যাপনাকাঙ্ক্ষায়

    একবার অন্ধকারে আত্মা ছুঁয়ে দেখি।

  

আমার গা জুড়ে ঘন হয়ে ওঠা কচুরিপানার গন্ধ

    বুক বেয়ে গড়িয়ে আসা দুধ জল জ্যোৎস্না বাতাস--

  মিলেমিশে একাকার

  মিহি সরের মত চাঁদের আলো 

  বিছানায় যাবজ্জীবন অন্তর্লীন--

  তিস্তার ভিজে বালিতে,মমতার রুদ্ধদ্বারে

  অভিমান যেখানে কড়া নাড়ে

  ঠিক সেখানেই 

  আঁধার গাঙে টলমল ঢেউএর জীবন ছেড়ে

  একটা বিষন্ন চলে যাওয়া--

  সে গহন দহনকালে

  দু চোখের বিলম্বিত আশাবরী অক্লেশে করেছি পান।

  আয়ুরেখায় যতদূর তোমার প্রতিচ্ছবি পড়ে

  সেই প্লাবনকালকে অহল্যা অপেক্ষা বলে ডাকি।

  সকালহীন রাত কি হয় কখনও?