অভিমান

অভিমান

কাউসার আক্তার পান্না 

সমুদ্রের তীর বিরহী ধুধু চার পাশ

আঁধার যেনো ঘনিয়ে আসছে

সন্ধ্যা ছুঁই ছুঁই। 

মৌনতা ভেঙে এসো হাতটি ধরে হাঁটি নিরালায়

ঐ তীরে যেখানে কাশবন কানে কানে কথা কয়।

পাখির কলরব গিয়েছে থেমে

ছুটছে আপনালয়ে, 

মাছরাঙা উপোস করছে হিজলের ডালে,

নীরে ফেরার তাড়া ও যেনো গিয়েছে ভুলে,

তোমার অভিমানে।

ঐ দেখো, কচ্ছপ দু'টো

তীরে এসে মুখ লুকচ্ছে খোলসের আবরণে।

সে ও কি তোমার জন্যে ? 

সেদিনের সেই চিঠিতে এমন কথা তো ছিলো না লেখা,

দু'টো জীবন দু'দিকে যাবে বেঁকে

প্রত্যাশার বাতিঘর হারাবে

সমুদ্রের অতলে।

আমি শিশির হয়ে ধুয়ে দিতে চাই

তোমার অভিমান

শিউলি হয়ে ঘ্রাণে ঘ্রাণে ভরাবো

তোমার পরান।

তোমার মন ভালো নেই তাইতো

রংধনু থমকে গেছে

উদিত হয়নি নীলাকাশে।

খুলছো না তুমি ওষ্ঠের ভাঁজ

মেঘের বুকে খেলছেনা

রোদের স্বরূপ লাজ।

মনে কি পড়ে শিশির ঝরা প্রাতেঃ

ভালোবাসার মিষ্টি বোলে

শিউলি ঝরছিলো আশিস হয়ে।

যাবেই যখন চলে,

ভেবে দেখো আর একবার

কী কথা হয়েছিলো শিউলি কুড়ানোর ছলে।।।