অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করল নিউজিল্যান্ড

বাংলাভাষী ডেস্ক :

বিশ্বকাপের শুরুতে চ্যাম্পিয়ন ট্যাগের মান রক্ষা করতে পারল না অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করল নিউজিল্যান্ড। শনিবার (২২ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

২০১১ সালের পর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো ফরম্যাটে এটাই প্রথম জয় নিউজিল্যান্ডের। অজিদের মাটিতে কিউইদের জয়খরা কাটানোর নায়ক ডেভন কনওয়ে। সিডনিতে অপ্রতিরোধ্য ছিলেন এই ওপেনার। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ম্যাচ সেরা এই ক্রিকেটার। ৫৮ বলে তিনি ৯২ রান করেছেন ৭ চার এবং ২ ছক্কায়।

কনওয়েকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডকে দুর্দান্ত শুরু উপহার দেন ফিন অ্যালেন। দু'জনের উদ্বোধনী জুটি ভাঙে পাওয়ার প্লের আগেই। ততক্ষণে ৪.১ ওভারে সফরকারীদের খাতায় যোগ হয় ৫৬ রান। মাত্র ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করা অ্যালেনকে আউট করে প্রতিপক্ষের উদ্বোধনী জুটি ভাঙেন জশ হ্যাজলউড। কিন্তু কিউইদের লাগাম টেনে ধরতে পারেনি অজি বোলাররা। দ্বিতীয় উইকেট জুটিতে একশ ছাড়ায় কিউইদের দলীয় সংগ্রহ।

দলীয় ১২৫ এবং ব্যক্তিগত ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে শিকার বানান অ্যাডাম জাম্পা। গ্লেন ফিলিপসকে ১২ রানে সাজঘরে পাঠান হ্যাজলউড। ইনিংসের শেষটায় কনওয়েকে সঙ্গ দেন জেমস নিশাম। ১৩ বলে ২ ছক্কায় ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এতে দুইশ স্পর্শ করে গত টি-টোয়েন্টি
বিশ্বকাপ রানার্সআপদের সংগ্রহ।

কনওয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের পর কিউই বোলারদের তোপের মুখে পড়ে অজি ব্যাটাররা। স্বাগতিকদের কেউই ছুঁতে পারেনি ৩০ রানের কোটা। সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রতিপক্ষের ১০ উইকেটের ৬টি নিজেদের মধ্যে ভাগাভাগি করেন ট্রেন্ট বোল্ট (২/২৪), টিম সাউদি (৩/৬) এবং লকি ফার্গুসন (১/২০)। স্পিনার মিচেল স্যান্টনার শিকার করেন ৩ উইকেট। বিনিময়ে দেন ৩১ রান। আরেক স্পিনার ইশ সোধি ২৯ রান খরচায় পান ১ উইকেট।