অসমাপ্ত

অসমাপ্ত

জবা ভট্টাচার্য

শিলিগুড়ি

মেঘপাখির ডানায় আলো আঁধারে

বড়ো চেনা এই শহরে

রাজপথ দিয়ে হাঁটতে গিয়ে 

কখন যেন দুজনের হাত গেল ছুঁয়ে। 

গতিমান এই শহরে সেদিন

স্তব্ধ দুটি প্রাণ, অপলক দৃষ্টিতে 

একে অপরের চোখে চোখ ডুবিয়েছিল

মুখের ভাষার কি বা প্রয়োজন ছিলো?

মেয়েটি কোনোদিন হ্যাঁ বলেনি

ছেলেটি কোনোদিন না শোনেনি

মেয়েটি ছেলেটিকে কোনো নাম দেয়নি

ছেলেটি মেয়েটিকে কোনো গোপন নামে ডাকেনি।

অবশেষে একটা অসমাপ্ত উপন্যাসের মতো

ছেলেটি হারিয়েছিল সৌভাগ্যকাজল নিকানো নয়ন

মেয়েটি হারিয়েছিল তার আকাশের চাঁদটুকু,

অথচ জোছনা একদিন দুজনকেই ভিজিয়েছিলো।

আজও যমুনার দুইতীরে,

ভালোবাসা খুঁজে ফেরে

দুটি জীবন্ত ফসিল।