অসহায়

অসহায়

এফটি তাহিরা জিনিয়া 

আমার চারপাশে অথৈ জল

দৃষ্টি পড়ে থাকে সেই অজানার কূলে

কেউ বা এলো ডিঙ্গি নৌকা ভাসিয়ে

কাছে এসে বলে আমি আর কেউ নই

বেঁচে থাকার এক টুকরো আশা !

সেই আগন্তুক আমাদের বাঁচতে শেখায়

সৌহার্দ্যে সহমর্মিতায় স্বস্তিতে !

আমাদের ঠিকানা এখন শুধু একটু শুকনো উচুঁ স্থান

যার চারপাশে হাওড় বিলে খেলা করে দুঃসহ দুঃস্বপ্ন

কারোও চোখের জলে স্বজন হারানোর বিলাপ

বুক ফাঁটা চিৎকারে আজ তোমাদের আকাশ কাঁপছে

ক্রমশ অভুক্ত দিন সন্তান হারানোর শোককেও হার মানিয়েছে

এ জীবনে আজ যেন মনে হচ্ছে—

আর প্রতিদিন আগামী দিন বলে কোন শব্দ নেই !

জীবন মানেই যদি আয়োজন

তাহলে এই দুর্বিসহ পানির ঢল বয়ে যাওয়া প্লাবন !

সেও কি জীবনের আয়োজনে?

কিন্তু কোন সে প্রয়োজনে!

রাতের আঁধারে নিমজ্জিত পাহাড়ী বৃষ্টি জলে

তোমার আমার আমাদের স্বপ্ন শেষ!

জীবনের পরিণাম অভিমানে আজ সকল অভিযোগ নিরুদ্দেশ!

কেউ নেই বলার কাকে সপিবে তার বিচার ?

এ কেমন খেলা প্রকৃতির প্রহসনে আজ ফুরায় সকল বেলা!

এ কেমন খেলাঘর যার নেই কোন স্থায়ী নিরসন !

বার বার স্বপ্ন ভেঙে যাওয়া বেদনায় আজ সবই পাথর,,

শুকনো মুড়িতে জীবন চলে 

শুকনো মাটির অভাব

এ কেমন জীবন তবে 

যার নেই কোন বিশেষ ভাব !

লেশ ক্লেশহীন ক্লান্ত পথে পথিক দাঁড়িয়ে উঁচুতে তাকায়

আর কতটুকু বর্ণনায় সমাপ্তি এই খেলায় ?

মানব কি তবে প্রকৃতির চাওয়া হেলায় !

শুরু ও শেষের বেলা অবেলায় শুধুই অসহায়,,