আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ

বাংলাভাষী ডেস্কঃঃ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্বাহী পর্ষদ সভায় ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদনের তিন দিন পরই বাংলাদেশ পেল ৪৭ কোটি ৬০ লাখ ডলার। এটাই আইএমএফের প্রথম কিস্তির ঋণ। এর ফলে রিচার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডলার সংকট ও রিজার্ভ কমতে থাকায় বাংলাদেশ সরকারের লক্ষ্য ছিল আইএমএফের ঋণ নেওয়ার। বিভিন্ন ধাপ অতিক্রম করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য আইএমএফের পর্ষদ সভায় তোলা হলে সংস্থাটি সার্বিক দিক বিবেচনা করে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে।

অনুমোদনের ফলে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ। ৪২ মাসে সাত কিস্তিতে আইএমএফ বাংলাদেশকে এ ঋণ দেবে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আন্তোয়নেট মনসিও সায়েহ ঢাকা সফর করেন। বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ।

আইএমএফ নির্বাহী পর্ষদের সভায় আরএসএফ খাতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করা হয়েছে। এ ছাড়া, সংস্থাটি বর্ধিত ক্রেডিট সুবিধা বা বর্ধিত তহবিল সুবিধার অধীনে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত নভেম্বরে ঢাকায় ঋণচুক্তির শর্তসহ নানা বিষয়ে চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশ সফর করেন আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আন্তোয়নেট মনসিও সায়েহ।