আঘাতে নাহি ভয়

আঘাতে নাহি ভয়

মাসুদ করিম চৌধুরী 

যে জন আমায় কাদিয়েছে 

হাসি তার দেখিনি কভূ

হারাতে যে চেয়েছে আমায়

জিতিয়েছে মোর প্রভূ,

গোলাপ বনে তুলেছি গোলাপ

হাতে বিধেছে কাঁটা

প্রেমের জোয়ারে ভেসেছি সদা

হয়নিতো কভূ ভাটা।

প্রেমের বদলে পেয়েছি যাতনা

কেঁদেছি বসে আনমনে

থমকেছি বটে যাইনি কভূ দমে

এগিয়ে চলেছি বল নিয়ে মনে,

হারবো বলে আসিনি জগতে

কষ্ট পেলে তা নেইনি মনে

বুকের কষ্ট দিয়েছি পাথর চাপা

হাসি মুখে চলি সকলের সনে।