আজ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিবেন প্রধানমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

পুস্কারর হিসেবে প্রত্যেকে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন।

পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

আজীবন সম্মাননা- আবদুস সাদেক,

ক্রীড়াবিদ- সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম,

উদীয়মান ক্রীড়াবিদ- মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম।

ক্রীড়া সংগঠক- মালা রানী সরকার, ফজলুল ইসলাম,

ক্রীড়া ফেডারেশন- বাংলাদেশ আরচারি ফেডারেশন,

পৃষ্ঠপোষক- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি),

ক্রীড়া সাংবাদিক- খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ,

ক্রীড়া ধারাভাষ্যকার- আতাহার আলী খান।