আজ সৌদী আরব ,বাহরাইন ,ইজিপ্ট  কোথাও চাঁদ দেখা যায়নি ।

আজ সৌদী আরব ,বাহরাইন ,ইজিপ্ট  কোথাও চাঁদ দেখা যায়নি ।

মাওঃ আব্দুল কাদের সালেহ 

এস্ট্রোনমিক্যাল ক্যালকুলেসন অনুসারে বৃটেনে আজ  চাঁদের জন্ম হওয়ার ৪১ মি: পরে সূর্যাস্ত হবে । তাই আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই । 
তা ছাড়া লন্ডন হেলাল কমিটির সারা বৎসরের মাসিক হিসাব এবং দিন গননার প্রেক্ষিতে আগামী কাল শাবান থেকে শা’বান ১ বৎসরে সর্বমোট ৩৫৪ দি পূর্ণ হবে - যা আরবী বৎসরের পূর্ণতার জন্য অপরিহার্য ।সে হিসেবে এবারের শা’বান মাস ৩০ দিন পূর্ণ হবে । 

এবং আগামি মঙ্গলবার হবে ১ লা রামাদান ।
অর্থ্যাৎ বৃটেনে আগামিকাল সোমবার প্রথম তারাবীহ অনুষ্ঠিত হবে ।

আজ লন্ডন চাঁদ দেখা ও সালাহ টাইমট্যাবল ইউনিফাইড উলামা কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষনা করা হয় ।

কমিটির সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল জলীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি ইলিয়াস , মাওলানা মওদুদ হাসান, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা আবদুর রহমান মাদানী,মাওলানা ইমদাদুর রহমান মাদানী,মুফতি আশরাফুজ্জামান , মুফতি মিজানুর রহমান, মাওলানা নজরুল ইসলাম , মুফতি হাসান নসরুল্লাহ, মাওলানা মোকার্রাম হাসান , মাওলানা মোহাম্মদ হাসান ,মাওলানা আব্দুল কাদির সালেহ প্রমুখ ।