আজও বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট

বাংলাভাষী ডেস্কঃঃ

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এলেও এনেক্সো টাওয়ারের ৪র্থ ও ৫ম তলা থেকে এখনো বেরোচ্ছে ধোঁয়া। যা নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে আজও উৎসুক জনতার ভিড়ে ব্যতিব্যস্ত বঙ্গবাজার এলাকা।

বুধবার (৫ এপ্রিল) বঙ্গবাজারে দেখা যায়, ধ্বংসস্তূপ দেখতে সকাল থেকে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। তাদের মধ্যে কেউ কেউ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিচিতজন। আবার কেউ কেউ মোবাইল ফোন দিয়ে ছবি/ভিডিও করতে ব্যস্ত।

যদিও উৎসুক জনতাকে আটকাতে আজ কোনো বাধা রাখেনি পুলিশ। তবে বঙ্গবাজারের উল্টো দিকের ফায়ার সার্ভিস হেড স্টেশনের সামনের রাস্তার দুই পাশে দেওয়া হয়েছে ব্যারিকেড। এ ছাড়া, রয়েছে পুলিশি পাহারা।

পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে জনসাধারণের চলাচল সীমিত করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত কার্যক্রম চালু হবে। এরপরে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানিয়েছে তারা।

ধ্বংসস্তুপ থেকে এখনো জিনিসপত্র সংগ্রহ করছেন দোকান মালিক ও কর্মচারিরা। তারা বলছেন, একদিনেই রুজি রুটির সংস্থান হারিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।