আবার দেখা

আবার দেখা

মহুয়া চক্রবর্তী
( ভারত )

যদি হঠাৎ কোন একদিন সন্ধ্যায় দেখা হও তোমার আমার, মুখোমুখি আমরা দুজন
তুমি কি চিনবে আমায়? ডাকবে কি আমায় সেই চেনা নাম ধরে ? 
আমি জানি, আজ তুমি অন্যের , তোমার জীবনে দূর দিগন্ত পর্যন্ত আমার কোন অস্তিত্ব নেই কোন খানে। আজ এতদিন পর তোমায় দেখে উথালি পাথালি ঝড় বইছে মনের ভেতরে।
সেদিন ও তোমায় বাধতে চেয়েছিলাম আমার ভালোবাসার বাহুডোরে।
সে বাঁধন ভেঙ্গে তুমি আজ অন্য কোথাও বেধেছো ঘর। আজও আমার মনের গহিনে শুধু তোমার বাস। তুমি বড় নিঠুর- আমায় পরালে বিরহের মালা আর নিজে পড়লে শুভ পরিণয় এর ফুলের মালা।
মনে পড়ে দুজনের সেই পথ চলা। হাতে হাত রেখেই শুধু কি পথ! কত সময় দিয়েছি পাড়ি।
আজ সে পথ আমায় শুধায়, কোথায় তোমার সখা, তুমি কেন আজ একা ? 
যে বুকে নেই ভালোবাসা, সে বুকে আমি মাথা খুঁটে মরেছি। নিজেকে নিজে উপহাসের পাত্র করেছি। ভালোবাসা তাকে বাধা যায়না কোন
বাঁধনে। তাই আমি তোমায় মুক্ত করেছি।
কুড়িয়ে নিয়েছি আমার ভালোবাসার মত শুকিয়ে ঝরে পড়া ফুলের পাপড়ি গুলো। সব সুখ-দুঃখ , আনন্দ-বেদনা সব স্মৃতি।
হারানো জীবন আজ বহুদূরে পথের ধুলায় মিশে গেছে। শুকনো ফুলের মতন পড়ে আছে আমার অশ্রু , আমার হাসি।
দিনের শেষে আমার ভাঙ্গা হৃদয় নিয়ে পুরনো সব স্মৃতি আগলে বসে থাকি আমি আর আমার একাকীত্ব।