আমাদের কোরবানি

আমাদের  কোরবানি


-কমল খোন্দকার--

কাঙালের ঈদ দেখেন স্বয়ং এই অন্তর্যামী
ন্যাংটোর কী বা আছে দেবে তাই? জানে ত্রিলোকের স্বামী!  

ত্যাগে ত্যাগে ক্ষয় হয়েছে যাদের সকল আত্মা দেহ 
কোরবানি আর কিসে হয় তবে? বাকি থাকে কোন্ মোহ? 

মানুষের বুকে খোদা প্রেম কত ইব্রাহিমের মতো 
ইসমাঈলের কোরবানি কী কারো করেছে বুকটা ক্ষত?

ধনী হাঁকে দাম গরুর বাজারে নিলাম বসেছে য্যানো! 
দশ দেশ ঘুরে গরু দাবড়িয়ে গর্বে ভুড়িটা দোলানো! 

সারাদেশ জোড়া ভুখা ফকিরেরা কাতর করুণ চোখে
জরির মালায় রঙ্গ লীলায় গরুর মহিমা দেখে!

ধনীর ফেউয়ের ঢাকঢোলে বাজে তাদের গরুর দাম
কোরবানি দাতা তালিকায় য্যানো শ্রেষ্ঠ হয় সে নাম!  

কোরবানি দিলো জিভের যে জন গোস্তো জিভে না ছুঁয়ে  
সে পশুর কাটা প্রাপ্যটুকুও পড়ে না তাদের ভুঁয়ে! 

ফ্রিজের বাজারে মার মার ছাড়! যে যতো দামীটা নেবে 
আস্ত গরুর পুরোটা ভরানো ডীপের সুবিধা পাবে!  

শপিংমলের লিফট ফাঁকা নাই সবগুলো ভরা হাট! 
করোনা হারামি মাটি করে দিলো সব ফরেন যাবার পাট! 

দেশের মাটিতে পা রেখেই তাই নিতে বিদেশের ঘ্রাণ 
কাঞ্জিভরম লেহেঙ্গা জুতো বালুচরিটাও যদি পান!

ছিন্ন বস্ত্র খুইয়ে যে শিশু পথে হাতে ফুটো থালা 
নতুন জামার বাসনা কবর হয় নি ত্যাগের মালা?  

কে কবে শুনেছে চেয়েছেন খোদা ছাগল গরুর প্রাণ? 
পশুত্ব আর লোভ লালসার চেয়েছেন বলিদান! 

মিডিয়া আসরে আড়ালেতে লালা কষানো পশুর স্বাদে 
ধর্ম বিধানে ভাগ বন্টনে হক মারা চোর কাঁদে!

কালে কালে যুগে কত পশু প্রাণ হয়ে গ্যালো কোরবান
মুসলিম যিনি আগলে রাখেন অবোধ জীবের মান! 

জীব কোরবানে গরীবের মুখে একটি দিনের তরে 
ভুলে যাওয়া সেই গোস্তের স্বাদ পাঠান তাদের ঘরে। 

মায়া স্নেহ দিয়ে আল্লাহ নামে পালিত পশু সযতনে  
নিজ সন্তান প্রিয় জ্ঞানে তাকে সঁপেন আল্লাহ ধ্যানে! 

তারই সাথে দেন কোরবানি যারা রিপুর কু মন্ত্রনা 
সেই কোরবানি সার্থক জেনে পেতে পারে সান্ত্বনা! 

ভোগের বাসনা নয় দয়াময় আত্মাটা কোরবানে  
কাঙাল প্রাণিকে শ্রেষ্ঠ ভিক্ষা দিও তারই   প্রতিদানে!