আসলে ৩-০ ছাড়া আর কিছু দেখছি না আমি: সুজন

বাংলাভাষী ডেস্কঃঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এজন্য দুই বহরে ইংল্যান্ডের পথে পাড়ি দিয়েছে টাইগাররা। লন্ডনের চেমসফোর্ডে মূল সিরিজের আগে আগামী ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালরা ।

আসন্ন এই সিরিজে কেমন করবে বাংলাদেশ দল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টাইগার ভক্ত সমর্থকদের মনে। তবে খালেদ মাহমুদ সুজনের আশা, আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক সুজন বলেন, 'এই ফরম্যাটে বাংলাদেশ এখন ভালো দল। আসলে ৩-০ ছাড়া আর কিছু দেখছি না আমি।'

এদিকে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসকে নিয়ে তিনি বলেন, ‘ওর (পোথাস) কাজ ঠিক করবে হাথুরুসিংহে। ফিল্ডিংয়ে সে বিশেষজ্ঞ। তার যে অভিজ্ঞতা সেটা সহোযোগিতা করবে অবশ্যই। আমাদের জন্য কাজে লাগবে।'

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি আগামী ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

ইতোমধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। তাই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ নয় টাইগারদের। তবে আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিততে পারলে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা।