ইউক্রেনে রুশ হামলায় ১ কোটির বেশি মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

ইউক্রেনে রুশ হামলায় ১ কোটির বেশি মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

বাংলাভাষী ডেস্কঃঃ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১ কোটি ইউক্রেনীয় এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এ হমালায় অন্তত সাতজন নিহত হয়েছেন। একই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাবাবিক করার জন্য আমরা সবকিছু করছি।’ ইউক্রেনের বিমান বাহিনী ছয়টি ক্রুজ মিসাইল এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। জেলেনস্কি বলেন, ওডেসা, ভিন্নিতসিয়া, সুমি ও কিয়েভ অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় শহর ভিনিসিয়া, দক্ষিণ-পশ্চিমে বন্দরনগরী ওডেসা এবং উত্তর-পূর্বে সুমির বাসিন্দারা প্রধানত বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছেন।

বৃহস্পতিবার ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলায় বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে রুশ সেনারা। ইউক্রেনে ফের আগ্রাসন শুরুর পর সবচেয়ে ভারী বোমা হামলার দুই দিনেরও কম সময়ের মাথায় বৃহস্পতিবার এই হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্কে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সাতজন মারা যান। কর্মকর্তারা বলছেন, পূর্বাঞ্চলে একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এবং ডিনিপ্রোর একটি ক্ষেপণাস্ত্র কারখানাও সর্বশেষ এই রুশ হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।