ঈদের অর্থ

ঈদের অর্থ

.সাহা শোমী

-----------------------------
ঈদ মানেই খুশির জোয়ার
জমজমাটি আলো।
ঈদ মানেই মনের খুশিতে
সব্বাই কে আজ ,
বাসবো অনেক ভালো।

ঈদের দিনে পরব মেনে
মিলবো সাথে সবার।
ঈদ মানেই ভাল-মন্দ
হরেক রকম খাবার।

ঈদ মানেই আবার ছুটি          ‌                   
  আনন্দেরই ঢল।
ঈদ মানেই সেজে গুজে
ঈদগাহে নামাজ পড়তে চল।

ঈদ মানেই মনের টানে
গলায় মিলি ভাই।
ঈদের দিনে অন্তর থেকে
নেকি করি আয়।

ঈদের দিনে দেখবো মোরা
যেন কেউ না পায় কষ্ট।
সব মানুষই  খোদার বান্দা,
বান্দারা কষ্ট পেলে,খোদা হবেন রুষ্ট।

ঈদের খুশি সবার সাথে
ভাগ করেনি চল।
সবাইকে নিয়েই বাঁচতে হবে
মানবতাই হলো  মানুষের বল।

ঈদের জন্য রইল দাওয়াত,
আসবে সকল ভাই বহিন।
মানুষ দ্বারা মানুষের ভাবনার,
না যেন হয় তৌহিন।

সব পরবেই করবো মোরা
একসাথে মজা।
তবেই সব সমষ্যা অনায়াসে
হবে জলের মতোই সোজা।

মানুষ আমরা সবাই সমান
ভুলবো না তো কভু।
আল্লা মানেই গড, ঈশ্বর
আল্লাই সৃষ্টি কর্তা প্রভু।
    __________