ঈদুল আজহার/ছোট গল্প

ঈদুল আজহার/ছোট গল্প

 ঈদুল আযহা 
হাফছা আলতাফ চৌধুরী 

আসল আবার ভুবন জুড়ে 
আনন্দের জোয়ার ,,
ঈদুল আযহা কোরবানীর ঈদ 
দুর করে সকল আঁধার ।
কোরবান মানে আত্মত্যাগ 
আল্লাহর সন্তুষ্টির তরে ,
ধনী গরীব সব একাকার 
খোদার পরীক্ষা প্রান্তরে ।
নিখিল বিশ্বের পালন কর্তা 
সর্বজ্ঞানী , সর্বদ্রষ্টার ,,
সর্ব শক্তিমান আল্লাহর সাথে 
কি সম্পর্ক হওয়া উচিত মানব সৃষ্টির ??
তাঁর সন্তুষ্টির লক্ষ্যে - - -
তোমার সৎ উপার্জিত অর্থে 
দিবে তুমি পশু কোরবান ,
ইহাতে করো না হেলা 
করো না তুচ্ছ জ্ঞান ।।
প্রকৃত গোলামের জান মাল 
মুনিবের রাহে ,,,
সুষ্ট নীতিমালায় উৎসর্গ করাই - কৃতিত্ব 
অন্যতায় জ্বলবে দ্রোহে ।।
কোরবানি শিক্ষা দিচ্ছে 
পশু জবাই হতে মানব রিপু দমন ,,
সুস্হ থাকিবে তুমি ,,
হবে অসীম কল্যানময় জীবন ।।
মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
তার পুত্র ইসমাইলকে দিতে চেয়েছিলেন কোরবানি ,,
আল্লাহর সন্তুষ্টি ও দিদার লাভে ,,
হে মুসলীম অনুসরন করো এই “” অমর বানী “”।
তাঁর নেই কেহ তুল্যমান ,
যার হাতে আমাদের জীবন মরন 
জিমমী - এই অমৃত প্রাণ ।
দুনিয়ার চেয়ে পরকালের পথ 
অনেক দুর্গম , কঠিন ,,
এই মহান ত্যাগ , সততার ভাগ 
পাই যদি ক্ষমা - ক্ষনিক ঋণ ।।
সদকা - যাকাত করিলে দান 
গরীব দুঃখীর সেবায় ,
ঈদের আনন্দ হবে দ্বীগুন 
ভরে উঠবে - দুজাহান মহিমায় ।।
হাসবে ওরা প্রাপ্তি সুখে —-
ওদের  দুঃখ লাগব হলে ,
ঈদের খুশী বিলিয়ে মোরা
শান্তি পাব এই দিলে ।
ঈদ হল ভবনজ্যোতি ,,
স্বর্গীয় মহিমা ,
মানব মনে আনন্দের পুলক ,,
আলোক উজ্জ্বল উপমা ।।
পবিত্র ঈদুল আযহা হজ্জের মৌসুম 
বিশ্ব মুসলীম ভ্রাতৃত্বের বন্দন ,
হজ্জ পালনের উদ্দেশ্যে হাজীরা 
করেছেন মক্কায় গমন ।
সেথায় আছে বিশ্ব নবীর 
পাক রওজা মোবারক ,
ভাগ্যবান , পূন্যবান ,তা’রা 
করবেন জিয়ারত ।
মহান আল্লাহর সন্তুষ্টির জন্য 
তাহারা হয়েছেন হাজির 
আল্লাহর দরগায়,
হে মহীয়ান , তুমি রহমান 
ক্ষমা করে দাও তোমার বান্দায় ।
- - - ———— - - -
হে খোদা দয়াময় - তুমি রহমান ,রহীম ,
তুমি বিরাট , তুমি মহান , অনন্ত অসীম ।
আমাদের সকলের পাপ ক্ষমা করো 
দয়া করো , তোমার অধম বান্দাকে ,
ঈদুল আযহার মহিমায় তুমি 
সাজিয়ে দাও এই বিশ্ব ধরাকে ।।
আমিন ,, আমিন ,, ছুম্মা আমিন ।।
কানাডা 
১৯ আগষ্ট  ২০১৮ ।।