ঈদ

ঈদ

—ঈদ —
                 আফিয়া বেগম শিরি—

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশী
মিলন মেলায় মেতে ওঠে পাড়া প্রতিবেশী
কারো চোখে খুশির ঝিলিক কারো চোখে কান্না
কারো চুলায় বসে না একটু ভালো মন্দ রান্না 
কেউ বা পরে হাজার টাকা দামের নতুন শাড়ী 
কেউ বা পথে টোকাই হয়ে ঘুরে বাড়ি বাড়ি
হরেক রকম জামা কারো পায় যে শোভা গায়ে
অভাবগ্রস্ত বাবা কাঁদে বাড়তি দেনার দায়ে
অবুজ সন্তান বলবে যখন বাবা ওগো শোনো
এবার ঈদে আমার জন্যে নীল জামা কিনো
নুন আনতে পান্তা পুরায় এই অবস্হা যার
কেমন করে করবে পূরন সন্তানের আবদার
খুশীর দিনে বেদনায় বিধুর থাকে কারো মন
ডেকে নিয়ে করবে আদর নেই এমন আপন
কারো বাবা চলে গেছে পারা পারের ডাকে
অভাগিনী মা আগলে ধরে রেখেছে বুকে 
অনেক কষ্টে পেটের দায়ে ঘুরছে দ্বারে দ্বারে 
ঈদের খুশী তাদের কাছে কি-ই বা হতে পারে 
বিশ্ব মুসলিম ধনী গরীব একটি দিনের তরে
ঈদের নামাজ পড়তে দাড়ায় একই কাতারে 
তবু কেনো বৈষম্যতা কেনো যে ভেদাভেদ
হিংসা নিন্দা অহংকার দমনে এতো প্রভেদ 
সৃষ্টির সেরা মখলুকাত মানুষ যে সবাই 
এ কথাটি কভু মোরা ভূলে যেনো না যাই
যার যতটুকু ক্ষমতা আছে হিংসা নিন্দা ভুলে
ঈদ আনন্দ ভাগাভাগি করি,এসো সবাই মিলে
জীবে দয়া করে যে জন মহৎ তার জ্ঞান 
জীবন চলার পথে মিলবে তারই প্রতিদান